শিরোনাম:

মুন্সীগঞ্জে র‍্যাব ও পুলিশ পরিচয়ে ডাকাতি-ছিনতাই চক্রের মূল হোতা ও সহযোগী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬ | সময়ঃ ০৩:২৯
photo

মুন্সীগঞ্জে র‍্যাব ও পুলিশ পরিচয়ে দেশের বিভিন্ন এলাকায় ডাকাতি ও ছিনতাই চালানো একটি সংঘবদ্ধ চক্রের মূল হোতা ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে জেলার একটি বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা হলেন আ. রহমান মেহেদী (৩৬), পিরোজপুর জেলার দক্ষিণ গাবতলী এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে এবং মো. রাসেল (৩৮), পটুয়াখালী জেলার গলাচিপা থানার চর কাজড় এলাকার নুর ইসলামের ছেলে। তারা দীর্ঘদিন ধরে ঢাকার যাত্রাবাড়ী ও কদমতলী এলাকায় বসবাস করছিলেন।

 

তদন্তে জানা যায়, গ্রেপ্তারকৃতরা নিজেদের কখনো র‍্যাব, কখনো পুলিশ পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন এলাকায় ডাকাতি ও ছিনতাই কার্যক্রম পরিচালনা করত। তারা পরিকল্পিতভাবে ভুক্তভোগীদের টার্গেট করে নগদ অর্থ, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী লুট করত বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

 

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে এবং তাদের সংশ্লিষ্টতায় আরও কোনো সদস্য জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন