অফিস ডেস্ক
তীব্র শীতের মধ্যে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে মুন্সীগঞ্জে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে জেলা পুলিশ। শুক্রবার (১০ জানুয়ারি ২০২৬) মধ্যরাতে সম্মানিত পুলিশ সুপার, মুন্সীগঞ্জ জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম সদর থানাধীন সিপাহিপাড়া ও লঞ্চঘাট এলাকায় দরিদ্র, অসহায় ও বয়স্ক মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। জানা যায়, গভীর রাতে সরাসরি এলাকায় গিয়ে শীতার্ত মানুষের খোঁজখবর নেন পুলিশ সুপার এবং তাদের হাতে কম্বল তুলে দেন। প্রচণ্ড শীতে কাঁপতে থাকা অসহায় মানুষগুলো কম্বল পেয়ে স্বস্তি প্রকাশ করেন এবং এই মানবিক উদ্যোগের জন্য জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা পুলিশ সূত্র জানায়, শীতার্ত মানুষের কষ্ট লাঘবে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে জেলা পুলিশ সবসময় সচেষ্ট থাকবে।