অফিস ডেস্ক
বাংলাদেশের রাজধানী ঢাকার তীব্র বায়ুদূষণে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সংগীতশিল্পী সুনিধি নায়েক। একই সময়ে অসুস্থ হয়ে পড়েছেন তার স্বামী, এপার বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী সায়ান চৌধুরী অর্ণব। অসুস্থ অবস্থাতেই স্ত্রীকে দ্রুত হাসপাতালে ভর্তি করান অর্ণব। জানা গেছে, গত পাঁচ দিন ধরে সুনিধি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং এখনো সেখানেই আছেন।
ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, রোববার (৪ জানুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের শারীরিক অবস্থার কথা জানান সুনিধি নায়েক। সেখানে তিনি লেখেন, বাংলাদেশে তার নিজের বলতে কোনো পরিবার নেই। ঢাকার বায়ুদূষণের কারণে চার দিন আগে তিনি এতটাই অসুস্থ হয়ে পড়েছিলেন যে ঠিকমতো শ্বাস নিতেও পারছিলেন না। নিজেও অসুস্থ থাকা সত্ত্বেও অর্ণব তড়িঘড়ি করে তাকে হাসপাতালে ভর্তি করান বলে উল্লেখ করেন তিনি।
সুনিধি আরও জানান, হাসপাতালে থাকার সময় তার কয়েকজন বন্ধু তাকে দেখতে এসেছিলেন। চিকিৎসকদের তত্ত্বাবধানে ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলেও জানান তিনি। তবে এখনো নানা জটিলতা রয়ে গেছে উল্লেখ করে সবার কাছে দোয়া কামনা করেন এই শিল্পী।
সংগীতশিল্পী সুনিধি নায়েক বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে সংগীতে পড়াশোনা করেছেন। গান গাওয়ার পাশাপাশি তিনি মডেলিংয়ের সঙ্গেও যুক্ত। বিশ্বভারতীতে পড়াশোনার সময়ই তার সঙ্গে পরিচয় হয় সংগীতশিল্পী সায়ান চৌধুরী অর্ণবের। পরবর্তীতে ২০২০ সালে পশ্চিমবঙ্গের আসানসোলে আইনিভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।
বর্তমানে সুনিধির শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।