অফিস ডেস্ক
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় নবযোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা ববি মিতু স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে প্রশাসন ও গণমাধ্যমের সমন্বয়কে উন্নয়ন অগ্রযাত্রার মূল শক্তি হিসেবে উল্লেখ করেছেন। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নবাগত ইউএনও বলেন, “উপজেলার উন্নয়ন, সেবাদান প্রক্রিয়া দ্রুততর করা এবং জনদুর্ভোগ লাঘবে গণমাধ্যম প্রশাসনের কাজকে এগিয়ে নেয়। স্বচ্ছতা ও জনগণের কল্যাণ নিশ্চিত করতে সাংবাদিকদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে চাই।” সাংবাদিকরা স্থানীয় সমস্যা, উন্নয়ন প্রকল্প, অবকাঠামো ঘাটতি ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরেন। ইউএনও এসব মতামত গুরুত্বের সঙ্গে গ্রহণ করেন এবং সমন্বিতভাবে কাজ করার আশ্বাস দেন। সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পোদ্দার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান উদ দৌলা, উপজেলা নির্বাচন অফিসার জীবন ইবনে মাসুমসহ বিক্রমপুর প্রেস ক্লাব ও লৌহজং উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন— মো. মাসুদ খান, সাইদুর রহমান টুটুল, তরিকুল ইসলাম, আবু নাসের লিমন, তাজুল ইসলাম রাকিব, ফৌজি হাসান খান রিকু, মিজানুর রহমান ঝিলু, মো. শওকত হোসেন, শহিদ সুরুজ, শেখ সোহেল রানা, শেখ রাকিব, মো. লিখন শেখ, মো. স্বপন বেপারী, মো. জাহিদ হাসান, সুবিন আহমেদ প্রমুখ। সভাটি প্রশাসন–গণমাধ্যমের সম্পর্ক আরও মজবুত করবে বলে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন।