অফিস ডেস্ক
অপরাধপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে অতিরিক্ত নজরদারি ও তাৎক্ষণিক অভিযানের নির্দেশ চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদকদ্রব্যের বিস্তার রোধে জেলার অপরাধপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করেছে মুন্সীগঞ্জ জেলা পুলিশ। মঙ্গলবার (আজ) থেকে জেলায় বিশেষ অভিযান শুরু হয়েছে। জানা যায়, অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত টহল, সন্দেহজনক ব্যক্তিদের তল্লাশি, মাদকস্পট শনাক্তকরণ, পর্যবেক্ষণ ও দ্রুত অভিযানের জন্য সংশ্লিষ্ট ইউনিটগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
জেলা পুলিশ জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ উদ্যোগ অব্যাহত থাকবে এবং অপরাধ দমনে কঠোর অবস্থান বজায় রাখা হবে।