ভিত্তিহীন মামলার খবর ছড়ানো হচ্ছে: মেহজাবীনের অভিযোগ


অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে ২৭ লাখ টাকা আত্মসাৎ ও হুমকি-ধামকির অভিযোগে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারির পর বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এর মধ্যেই রোববার (১৬ নভেম্বর) সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মেহজাবীন দাবি করেন, অনলাইনে তার নাম ব্যবহার করে বিভিন্ন “ভিত্তিহীন মামলা”–সংক্রান্ত খবর ছড়ানো হচ্ছে। সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি লিখেন—
“অনলাইনে আমার নাম ব্যবহার করে কিছু ভিত্তিহীন ‘মামলা’ সংক্রান্ত খবর ছড়িয়ে পড়ছে। আমার সব সাংবাদিক সহকর্মীদের প্রতি অনুরোধ, দয়া করে কোনো প্রকার যাচাইহীন ও সত্যতা-বিহীন সংবাদ প্রকাশ থেকে বিরত থাকুন।”

এর আগে গত ১০ নভেম্বর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক আফরোজা তানিয়া মেহজাবীন ও তার ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। অভিযোগপত্রে বলা হয়—ব্যবসায় অংশীদার করার প্রলোভন দেখিয়ে ২৭ লাখ টাকা গ্রহণের পর তা ফেরত না দেওয়ার পাশাপাশি বাদীকে ভয়ভীতি ও হত্যার হুমকি দেওয়া হয়।

আদালত আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

মেহজাবীনের পোস্টে মামলার সত্যতা নিয়ে প্রশ্ন তোলায় বিষয়টি আবারও আলোচনায় এসেছে। যদিও তিনি অভিযোগের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি, তবে সংশ্লিষ্ট মহল মনে করছে—তার এই অবস্থান মামলার অগ্রগতিতে নতুন মোড় আনতে পারে।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ