সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার পদে মুন্সীগঞ্জের কৃতি সন্তান আশরাফুর রহমান


মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের ভাসানচর গ্রামের গর্বিত সন্তান আশরাফুর রহমান সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (যুগ্ম-সচিব) হিসেবে পদায়িত হয়েছেন। নতুন দায়িত্বের মধ্য দিয়ে সরকারি প্রশাসনে তাঁর কর্মজীবন এক নতুন পর্বে পা রাখল।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে নিশ্চিত হয়েছে যে, বিসিএস প্রশাসন ক্যাডারের চৌকস কর্মকর্তা আশরাফুর রহমানকে সিলেট বিভাগে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (যুগ্ম-সচিব) হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর এই পদায়ন মুন্সীগঞ্জসহ প্রশাসনিক অঙ্গনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

শিক্ষক দম্পতি মো. হাবিবুর রহমান ও রত্নগর্ভা নাফিছা বেগম-এর দ্বিতীয় সন্তান আশরাফুর রহমান ২৪তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন দক্ষ কর্মকর্তা। কর্মজীবনের শুরু থেকেই বিভিন্ন জেলা ও দপ্তরে দায়িত্ব পালন করতে গিয়ে তিনি সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতার পরিচয় রেখে আসছেন।

নতুন দায়িত্ব পাওয়ার আগে তিনি ঝালকাঠি জেলার জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণের পর সেখানকার সাধারণ মানুষের কাছে তিনি হয়ে ওঠেন একজন গ্রহণযোগ্য, পরিশ্রমী ও মানবিক প্রশাসক। উন্নয়ন কর্মকাণ্ড ও জনসেবায় তাঁর সফল নেতৃত্ব ব্যাপকভাবে প্রশংসিত হয়।

নতুন দায়িত্বে যোগদানের আগে আশরাফুর রহমান সকলের দোয়া ও শুভকামনা কামনা করেছেন।
এদিকে, তাঁর এই যোগ্য অর্জনে মুন্সীগঞ্জবাসী গভীর গর্ব প্রকাশ করেছেন এবং বিশ্বাস করেন যে তিনি সিলেট বিভাগে আরও বৃহত্তর পরিসরে জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ