ভালুকায় চার মাদক ব্যবসায়ী গ্রেফতার


ময়মনসিংহের ভালুকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটের দিকে এসআই (নিঃ) মোঃ আবু তাহের সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ভালুকা থানার খারুয়ালী–পনাশাইল রোডে এ অভিযান পরিচালনা করেন।


গ্রেফতারকৃতরা হলেন মোঃ হুমায়ুন কবির (৩৬), পিতা- ইয়াসিন হোসেন, সাং- খারুয়ালী; আতিকুল ইসলাম (৪৬), পিতা- মৃত আবুল হোসেন, মাতা- সাং- জামিরদিয়া; মোঃ সিদ্দিকুর রহমান (৩৪), পিতা- মফিজ উদ্দিন সৈয়দ, সাং- ভরাডোবা; শ্রী ধ্রুব সরকার (২৪), পিতা- মৃত অমূল্য সরকার, সাং- বর্তা; ভালুকা উপজেলা, ময়মনসিংহ।


তল্লাশিকালে তাদের কাছ থেকে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ১০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় ভালুকা মডেল থানায় মামলা নং-৪০, দায়ের করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। ভালুকা থানার অফিসার ইনচার্জ জানান, মাদক নির্মূলে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ