অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, সময়ঃ ০৩:৩১
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জ সদর উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে নির্বাচিত হয়েছে রিকাবী বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুমাইয়া ইসলাম মুন। একাধিক প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ সাফল্যের মাধ্যমে সে এ স্বীকৃতি অর্জন করে।
জানা যায়, শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হওয়ার পাশাপাশি সুমাইয়া ইংরেজি রচনা প্রতিযোগিতা, বাংলা কবিতা আবৃত্তি এবং নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে। তার এই ধারাবাহিক সাফল্য বিদ্যালয়ের শিক্ষার মান ও শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। সুমাইয়ার এই অর্জনে বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষকবৃন্দ ও সহপাঠীরা আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। তারা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আরও এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। উল্লেখ্য, সুমাইয়া ইসলাম মুনের পিতা মোঃ সাইফুল ইসলাম এবং মাতা ফাতেমা আক্তার। সে তার ভবিষ্যৎ শিক্ষা ও সাফল্যের জন্য সকলের দোয়া কামনা করেছে।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ