অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, সময়ঃ ০৩:২৪
মুন্সীগঞ্জে অপরাধ দমন জোরদারে জেলা পুলিশের নিয়মিত অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ প্রিভেন্টিভ, পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলায় মোট ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ মাদকও উদ্ধার করা হয়। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে মুন্সীগঞ্জের সম্মানিত পুলিশ সুপার জেলার সকল থানা ও ইউনিটের ইনচার্জদের মাঠে থেকে কঠোর অভিযান পরিচালনার নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় সমন্বিতভাবে অভিযান চালিয়ে প্রিভেন্টিভ, নিয়মিত মামলা, মাদক ও অন্যান্য উদ্ধারজনিত এবং পরোয়ানামূলে এই গ্রেপ্তার কার্যক্রম সম্পন্ন করা হয়। অভিযানে মাদকদ্রব্য উদ্ধারের মধ্যে রয়েছে ৫২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন, ১ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ ৩ জন এবং ১৫ গ্রাম হেরোইনসহ ১ জনকে গ্রেপ্তার। এ নিয়ে মোট ৬ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। জেলা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি মাদক ও অপরাধের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ সূত্র নিশ্চিত করেছে।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ