রামুর গহিন পাহাড়ে অভিযান, বিপুল অস্ত্র তৈরির সরঞ্জাম ও তাজা গুলি উদ্ধার


কক্সবাজারের রামু উপজেলার গহিন পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র তৈরির সরঞ্জাম ও তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ জানুয়ারি) ভোরে উপজেলার ঈদগড় ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা আবু আহম্মদ গুনা ফাতেমা ছড়ায় এই অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩ থেকে ৪ জন সন্দেহভাজন ব্যক্তি গভীর জঙ্গলের ভেতর পালিয়ে যেতে সক্ষম হয়। তবে তারা ঘটনাস্থলে রেখে যায় অস্ত্র তৈরির একটি বড় ভাণ্ডার, যা পরে জব্দ করা হয়। উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে ২টি তাজা রাইফেলের গুলি, ৪টি শটগানের খালি খোসা, ২টি বন্দুকের বাট, ৩টি বন্দুকের ট্রিগার বক্স, বন্দুকের নল হিসেবে ব্যবহৃত ৬টি পাইপ, ৩টি বন্দুক তৈরির যোগান, ১টি হাওয়ার মেশিন, ২টি বাটাল, ৫টি আড়ি ব্লেড ও ১টি আড়ি ব্লেডের ফ্রেম, ১টি করাত, ১টি হাতুড়ি, ১টি প্লাস, ৭টি ছোট-বড় রেক, ১টি শান দেওয়ার মেশিন, ১টি বানান নালীসহ অসংখ্য অস্ত্র তৈরির সরঞ্জাম। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযানে কাউকে গ্রেপ্তার করা সম্ভব না হলেও জড়িতদের শনাক্ত করতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও তিনি জানান।পুলিশের ধারণা, দুর্গম এই পাহাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে অস্ত্র তৈরির কার্যক্রম চলছিল। উদ্ধারকৃত সরঞ্জাম ও আলামত বিশ্লেষণের মাধ্যমে জড়িত চক্রের সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ