মুন্সীগঞ্জে মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মরণ


মহান বিজয় দিবস উপলক্ষে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ৩০ লাখ শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মুন্সীগঞ্জে নানা কর্মসূচি পালন করা হয়েছে। শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল এবং এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করা হয়। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের ৫৫ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার সকালে মুন্সীগঞ্জ সদর উপজেলার কেন্দ্রীয় শহীদ স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সকল মহান মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, স্বাস্থ্য বিভাগ, শিক্ষা প্রতিষ্ঠান, সাংবাদিক সংগঠনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক জনাব সৈয়দা নুরমহল আশরাফী, জেলা পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম, জেলা সিভিল সার্জন জনাব ডাঃ কামরুল মোজাদ্দেদ, সরকারি হরগঙ্গা কলেজের প্রফেসর নাজমুন নাহার, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি গোলজার হোসেন, মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসান ও সাংগঠনিক সম্পাদক মোঃ রহমত উল্লাহ দেওয়ান। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী এবং মুক্তিযোদ্ধারা ফুল দিয়ে শহীদদের প্রতি সম্মান জানান। কর্মসূচিতে বক্তারা বলেন, ১৯৭১ সালের এই দিনে শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন। এই বিজয়ের চেতনা ধারণ করেই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।
 


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ