অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৪ ডিসেম্বার ২০২৫, সময়ঃ ০১:০৩
ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনার পর যশোরের বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিরা যাতে সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যেতে না পারেন, সে লক্ষ্যে সীমান্তজুড়ে নজরদারি ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।
বিজিবি জানায়, শনিবার বিকেল থেকে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন প্রায় ৭০ কিলোমিটার সীমান্ত এলাকায় কঠোর নজরদারি শুরু হয়েছে। সীমান্তের স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল বৃদ্ধি করা হয়েছে এবং সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।
ব্যাটালিয়ন সূত্র জানায়, গোয়েন্দা নজরদারির পাশাপাশি সীমান্ত এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। যেসব স্থানে কাঁটাতারের বেড়া নেই, সেসব সম্ভাব্য পথও বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে কেউ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করতে না পারে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতরা যেন কোনোভাবেই সীমান্ত পেরিয়ে পালাতে না পারে, সে জন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তিনি জানান, সীমান্তের সব পয়েন্টে তল্লাশি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
বিজিবির পক্ষ থেকে সীমান্ত এলাকায় বসবাসকারী সাধারণ জনগণকেও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে এবং কোনো সন্দেহজনক গতিবিধি বা অনুপ্রবেশের তথ্য পেলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ