রাজশাহীতে এনসিপি নেতার ওপর হামলা, পুলিশের তিন সদস্য আহত


রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা সাংগঠনিক সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক নাহিদুল ইসলাম সাজুর ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে পবা উপজেলার কাটাখালি পৌরসভার দেওয়ানপাড়া এলাকায় এ হামলা হয়। এ সময় পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশের তিন সদস্যও আহত হন।

পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে শিহাব ও মামুন নামের দুজনের নেতৃত্বে সাজুর ওপর হামলা চালানো হয়। পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়। উদ্ধারকালে ধাক্কাধাক্কিতে মতিহার জোনের সহকারী কমিশনার (এসি) সোহেল রানা, কাটাখালি থানার ওসি সুমন কাদরী এবং ওসি (তদন্ত) প্রদীপ কুমার আহত হন।

নাহিদুল ইসলাম সাজু রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে এনসিপির সম্ভাব্য প্রার্থী। তিনি দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন, তবে এ আসনে এখনও দলটির প্রার্থী ঘোষণা হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১০টার দিকে পূর্বশত্রুতার জেরে কাটাখালি বাজারে ব্যবসায়ী শিমুলকে মারধর এবং তার দোকান ভাঙচুর করা হয়। এর প্রতিবাদে এনসিপি নেতা সাজুর বাবা ও কাটাখালি বাজার কমিটির সভাপতি নজরুল ইসলামের নেতৃত্বে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করেন এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

খবর পেয়ে সাজু পুলিশ নিয়ে ঘটনাস্থলে গেলে তার ওপর হামলা হয়। সাজুর দাবি, পুলিশ তাকে উদ্ধার করার সময় হামলাকারীরা দুই রাউন্ড গুলিও ছোড়ে। তিনি বলেন, তার বাবা ব্যবসায়ী সমিতির সভাপতি হওয়ায় পরিস্থিতি শান্ত করতে তিনি সেখানে গিয়েছিলেন।

সাজু আরও জানান, গত ৮ ডিসেম্বর একই এলাকায় তাকে মাইক্রোবাসের চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল। সে ঘটনায় থানায় মামলা হলেও এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। আজকের ঘটনার বিষয়েও তিনি মামলা করবেন বলে জানিয়েছেন।

এদিকে মতিহার জোনের এসি সোহেল রানা আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে তিনি নিজে, ওসি কাটাখালি এবং ওসি (তদন্ত) প্রদীপ কুমার আহত হয়েছেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ