এবার ইসরায়েলকে বয়কট করল গিনেস বুক


গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ জানিয়েছে, ইহুদিবাদী ইসরায়েল থেকে আসা নতুন রেকর্ড নিবন্ধনের আবেদন আপাতত আর পর্যালোচনা করবে না প্রতিষ্ঠানটি। সাম্প্রতিক এক ঘোষণায় তারা নিশ্চিত করে যে ইসরায়েল কিংবা ফিলিস্তিনি ভূখণ্ড থেকে পাঠানো কোনো আবেদনই বর্তমানে বিবেচনায় নেওয়া হচ্ছে না। ইসরায়েলি প্রতিষ্ঠান মাতনাত চাইম এক নতুন রেকর্ডের আবেদন জমা দেওয়ার পরই এই সিদ্ধান্ত আসে। প্রতিষ্ঠানটি ফিলিস্তিনি ভূখণ্ডে ২ হাজার স্বেচ্ছা কিডনি দাতাকে সংগঠিত করেছে—যারা অপরিচিত মানুষের কাছে কিডনি দান করেছেন। এই ২ হাজার দাতার গ্রুপ ফটো গিনেস রেকর্ডের জন্য জমা দেয় তারা। ইসরায়েলি চ্যানেল এন১২–এর প্রতিবেদনে বলা হয়, হঠাৎই গিনেস কর্তৃপক্ষ আবেদন প্রক্রিয়া স্থগিত করে ইমেইলে জানায়—
“আমরা বর্তমানে ইসরায়েল বা ফিলিস্তিনি ভূখণ্ড থেকে রেকর্ড আবেদন প্রক্রিয়াকরণ করছি না।”

 

এই সিদ্ধান্ত দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীর ও গাজাকেও একইভাবে প্রভাবিত করছে বলে উল্লেখ করা হয়েছে। গিনেসের চিঠি পাওয়ার পর মাতনাত চাইম জানায়, এই সিদ্ধান্ত ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’। তবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা বা বিস্তারিত বিবৃতি দেয়নি।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ