অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৪ ডিসেম্বার ২০২৫, সময়ঃ ০৫:৫০
মুন্সীগঞ্জে অপরাধ দমনে জেলা পুলিশের নিয়মিত ও কঠোর অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক উদ্ধার, নিয়মিত মামলা ও পরোয়ানা মূলে এই গ্রেফতার অভিযান পরিচালিত হয়। জেলা পুলিশের সব থানা ও ইউনিটকে মাঠে থেকে কঠোর নজরদারি ও অভিযান চালানোর নির্দেশ দেন মুন্সীগঞ্জের সম্মানিত পুলিশ সুপার। তার নির্দেশনার ধারাবাহিকতায় মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবা, ১৬ গ্রাম হেরোইন ও ১.৫ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পুলিশ জানায়, অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ