শ্রীনগরে মেয়াদোত্তীর্ণ ওষুধসহ দুটি প্রতিষ্ঠানকে জরিমানা


মুন্সীগঞ্জের শ্রীনগরে মনিটরিং অভিযানে এক ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে। এ ঘটনায় ফার্মেসিটিকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুর আড়াইটা থেকে বিকাল চারটা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয় এ অভিযানে অংশ নেয়। শ্রীনগর উপজেলার হাসাড়া বাজারের হাসাড়া ফার্মেসিতে অভিযান চালানোর সময় দেখা যায়—মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির জন্য প্রদর্শন করা হচ্ছে। এজন্য ফার্মেসির মালিক আব্দুল বাতেনকে ৭ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে মেয়াদোত্তীর্ণ ওষুধ না রাখার নির্দেশনা দেওয়া হয়। একই অভিযানে মাহিয়া ভ্যারাইটিজ স্টোরে মনিটরিংয়ের সময় দোকানে মূল্য তালিকা প্রদর্শিত না থাকায় মালিক মোহাম্মদ মোস্তফাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মূল্য তালিকা প্রদর্শন বাধ্যতামূলক করার নির্দেশ দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। সহযোগিতা করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. কামরুল ইসলাম, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাসরিন সুলতানা এবং শ্রীনগর থানা পুলিশের একটি টিম।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ