ঔষধ কোম্পানির কমিশনে অনুমোদনহীন ওষুধ প্রেসক্রাইব: মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চাঞ্চল্য


মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের কয়েকজন চিকিৎসকের বিরুদ্ধে কমিশনের লোভে রেজিস্ট্রেশনবিহীন ওষুধ প্রেসক্রাইব করার গুরুতর অভিযোগ উঠেছে। এতে রোগীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং আইনি নির্দেশনা অমান্য হওয়ায় প্রশ্ন উঠেছে চিকিৎসাসেবার স্বচ্ছতা নিয়ে। ঔষধ নিয়ন্ত্রণ অধ্যাদেশ, ১৯৮২-এর ১৪ (এ) (১) ধারায় স্পষ্টভাবে বলা আছে—কোনো চিকিৎসক নিবন্ধনবিহীন ওষুধ প্রেসক্রাইব করতে পারবেন না। মন্ত্রণালয়ের নির্দেশনাও একই। তবে সরেজমিনে দেখা গেছে, এসব নিয়ম অমান্য করেই প্রেসক্রিপশন দেওয়া হচ্ছে। বুধবার দুপুরে একজন রোগীর ব্যবস্থাপত্রে নিয়মিত ওষুধের পাশাপাশি উচ্চমূল্যের একটি সাবান ব্যবহারের নির্দেশ দেখা যায়। মুন্সীগঞ্জ জেলা ঔষধ প্রশাসনের ড্রাগ সুপার মোঃ গোলাম মোস্তফা জানান—এটি একটি আন-রেজিস্টার্ড পণ্য, এবং এ ধরনের পণ্য প্রেসক্রাইব করা ঠিক হয়নি।

এ বিষয়ে অভিযুক্ত কক্ষ নং ১২৭-এর ডাক্তার মোঃ নাইমকে প্রশ্ন করা হলে তিনি ক্ষিপ্ত হয়ে সাংবাদিককে অপমানজনকভাবে জবাব দেন। হাসপাতালের পরিচালক আহমেদ কবির বলেন—এ ধরনের ঘটনা সম্পর্কে তিনি অবগত নন। তবে অভিযোগের ভিত্তিতে তদন্ত করে সত্যতা পেলে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।রোগী নিরাপত্তা নিশ্চিত করতে নিবন্ধিত ওষুধ ব্যবহারের বাধ্যবাধকতা মানা না হলে জনস্বাস্থ্যের জন্য তা বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন সচেতন মহল।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ