মুন্সীগঞ্জে জামায়াতের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত


মুন্সীগঞ্জ–৩ (সদর–গজারিয়া) আসনের কেন্দ্রের প্রতিনিধিদের নিয়ে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ৮টায় মিরকাদিম পৌরসভার দরগাবাড়ির সানাই কমিউনিটি সেন্টারে এ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুন্সীগঞ্জ–৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী আবু ইউসুফ বলেন, “জামায়াতে ইসলামী সরকার গঠন করতে পারলে কেউ চাঁদাবাজি করবে না এবং কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না। জনগণের চিকিৎসা সেবার মান উন্নয়নে একটি মেডিকেল কলেজ স্থাপনের চেষ্টা করা হবে। এছাড়া ঢাকা–মুন্সীগঞ্জ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করা হবে।” প্রধান অতিথির বক্তব্যে জেলা আমির আজম রুহুল কুদ্দুস বলেন, দাড়িপাল্লা মার্কার পক্ষে জনসমর্থন দিন দিন বাড়ছে। জনগণ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে, সে জন্য সবাইকে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। মুন্সীগঞ্জ জেলা নির্বাচন কমিটির সভাপতি মাওলানা মুহাম্মদ নুরুল হক পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও জেলা আমির আ জ ম রুহুল কুদ্দুস। বিশেষ অতিথি ছিলেন প্রার্থী প্রফেসর মো. আবু ইউসুফ, বিশিষ্ট নিউরো সার্জন ও ঢাকা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ সুজন শরিফ, জেলা কর্মপরিষদ সদস্য মো. আক্তার হোসেন, নির্বাচন পরিচালক মো. আরশাদ আলী ঢালী, কর্মপরিষদ সদস্য মো. শাহজাহান সরকার, মো. সুরুজ মাস্টার, ডা. মো. ইব্রাহিম খলিল, সদর উপজেলা আমির মো. নুরুল আমিন সিকদার, পৌর আমির মাওলানা এইচ এম বায়েজীদ, গজারিয়া উপজেলা আমির মাওলানা মুহাম্মদ নুরে আলম, মিরকাদিম পৌর আমির মাওলানা মুহাম্মদ গোলাম জিলানীসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও ভোটকেন্দ্র প্রতিনিধিরা অংশ নেন।

 


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ